বাংলা অভিনয়জগতের পরিচিত মুখ প্রান্তিক বন্দ্যোপাধ্যায় কাজের সংখ্যা নয়, কাজের গুণমানেই বিশ্বাসী। সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানালেন, বাছাই করে কাজ করছেন- এমন ধারণা পুরোপুরি ভুল।
তাঁর মতে, কাজ যত আসে, তিনি ততটুকুই করেন। অনেক সময় বছরজুড়ে হাতে থাকে মাত্র পাঁচটি প্রজেক্ট, আর সে কারণেই কাজ কম মনে হতে পারে দর্শকের চোখে।
প্রান্তিকের কথায়, অভিনয় জগতের কাজকে অফিসের নিয়মে মাপা যায় না। একটি কাজ শেষ করেও দর্শকের সামনে তা পৌঁছাতে সময় লাগে দীর্ঘ সাত থেকে আট মাস। সেই সময়টুকুতে অভিনেতাদের নানান অনুষ্ঠানে গিয়ে নিজেদের কাজ প্রচার করতে হয়, বলতে হয় দেখার অনুরোধ, স্মরণ করিয়ে দিতে হয় নিজেদের অস্তিত্বের কথা। এই প্রচারের লড়াইকে তিনি মন থেকে করতে চান না।
নিজের কাজের প্রতি তৃপ্তিই তাঁর মূল প্রেরণা। তিনি বলেন, তিনটি কাজ যদি আসে, তিনটিই করবেন; পাঁচটি এলে করবেন পাঁচটি। তবে তিনি নিজের মতো করে কাজ করতে চান-সংখ্যার চাপ, প্রচারের যুদ্ধ কিংবা ক্রমাগত প্রমাণ করার তাগিদ তাঁকে টানে না। তাঁর মতে, দর্শক একসময় বুঝবেন তিনি নিয়মিত কাজ করছেন, আর অভিনয়ে নিজের জায়গা ধরে রাখতে তাঁকে বাড়তি হৈচৈ করতে হয় না।
প্রান্তিকের এই বক্তব্যে স্পষ্ট, তাঁর কাছে শিল্পই শেষ কথা। আলোচনায় থাকার জন্য অতিরিক্ত প্রচার নয়, বরং নিজের অভিনয়ের মান দিয়েই তিনি জায়গা করে নিতে চান মানুষের মনে।
কেএন/টিকে