অভিনেতা অজিত কুমারের জীবনের এক অব্যক্ত অধ্যায় অবশেষে পর্দায় আসতে চলেছে। গতি, ঝুঁকি আর নিয়ন্ত্রণ-এই তিন শব্দ যেন অনেক দিন ধরেই তাকে সংজ্ঞায়িত করে। যতটা তিনি পর্দায় তারকা, তার চেয়ে কম নন রেসট্র্যাকে যোদ্ধা। সেই যোদ্ধার জীবনের প্রতিদিনের লড়াই, সাধনা আর সাফল্যের গল্প নিয়েই নির্মিত হচ্ছে পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র। পরিচালনায় এ এল বিজয়।
থিয়েটারের পথে না গিয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি, সময় ২০২৬। ফলে অজিত ভক্তদের জন্য প্রথমবারের মতো উন্মোচিত হবে তার রেসিং-জীবনের অন্তরালের প্রস্তুতি, পরিশ্রম আর মানসিক যাত্রা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তিনি সময়ের ষাট থেকে সত্তর ভাগ ট্র্যাকে কাটান। নিজের রেসিং টিম গড়ে তুলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের লক্ষ্য নির্ধারণ করেছেন। মোটরস্পোর্টসকে তিনি শুধু শখ হিসেবে নয়, দায়িত্ব আর নেশা-দুটো হিসেবেই সামলান।
অন্যদিকে অজিতের পরবর্তী ছবির পরিচালনায় থাকছেন গুড ব্যাড আগলি-এর নির্মাতা আধিক রবিচন্দ্রন। এরই মধ্যে মালয়েশিয়ায় সি বিবি সিভার সঙ্গে তার একটি ছবি ছড়ায় সামাজিক মাধ্যমে। ভক্তদের মধ্যে আবারও জল্পনা শুরু হয় দুজন কি নতুন ছবিতে এক হচ্ছেন? সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন অজিত-জানিয়েছেন, সেটা ছিল কেবল একটি বিজ্ঞাপনের শুটিং, সিনেমা নয়। দীর্ঘদিন ধরে ভক্তদের একটি অংশ সিভার সঙ্গে অজিতের পুনর্মিলন নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। ফলে তার এই ব্যাখ্যা স্বস্তি এনে দিয়েছে সবার মধ্যে।
রেসিং নিয়ে অজিতের এই নতুন যাত্রা এবং ব্যক্তিজীবনের অপ্রকাশিত অধ্যায় যখন প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিশ্বে পৌঁছাতে প্রস্তুত, তখন তার ক্যারিয়ার যেন নতুন ঢঙে সংজ্ঞা পাচ্ছে। একদিকে চলচ্চিত্র, অন্যদিকে আন্তর্জাতিক রেসিং-দুই দিকেই সমান তালে এগিয়ে তিনি যেন নতুন করে নিজেকে নির্মাণ করছেন।
আইআর/টিকে