'লেনিন' হতে পারে ভাগ্যশ্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট
মোজো ডেস্ক 12:58PM, Dec 07, 2025
কয়েকটি প্রত্যাশা–ভঙ্গ করা ছবি মুক্তির পর নিজের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী ভাগ্যশ্রী বরসে। মুক্তিপ্রাপ্ত কিছু ছবিতে অভিনয়ের প্রশংসা মিললেও বাণিজ্যিক সাফল্যের মুখ তিনি এখনও তেমন দেখেননি। রবি তেজার সঙ্গে মিস্টার বচ্চন–এ অভিষেক, এরপর কিংডম, কান্তা ও আন্ধ্র কিং তহসিলদার—সবই তাকে আলোচনায় রেখেছে, কিন্তু সাফল্যের ভারসাম্য এখনো পুরোপুরি তার পক্ষে আসেনি।
এ অবস্থায় তার পরবর্তী ছবি লেনিন নিয়ে প্রত্যাশা তুঙ্গে। অখিল আক্কিনেনির সঙ্গে রোমান্টিক অ্যাকশনধর্মী এই ছবির পরিচালনায় মুরলী কৃষ্ণ আব্বুরু। নির্মাণে অন্নপূর্ণা স্টুডিওস ও সিতারা এন্টারটেইনমেন্টস—দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার দুই প্রভাবশালী প্রযোজক প্রতিষ্ঠান। ছবিটির নায়িকা হিসেবে ভাগ্যশ্রী যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলীলার প্রস্থান করার পর। ফলে চরিত্রটি নিয়ে দর্শকের কৌতূহল আগের চেয়ে আরও বেড়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মুক্তিই হতে পারে ভাগ্যশ্রীর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোনও নতুন কাজের ঘোষণাও এখনো না থাকায় লেনিন–ই যেন তার পেশাগত পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি। শিল্পীজগৎ মনে করছে—ছবিটি সফল হলে বদলে যেতে পারে তার কাজের গতিপথ, আর ব্যর্থ হলে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হতে পারে তাকে।
ভক্ত থেকে শুরু করে শিল্পীসমাজ—সবাই এখন তাকিয়ে আছে এক জায়গায়; লেনিন কি ভাগ্যশ্রী বরসেকে প্রয়োজনীয় সেই বড় সাফল্য এনে দিতে পারবে?