বর্তমান সময়ে ওয়েব সিরিজ ঘরানায় অতি মাত্রায় গালি আর অযথা যৌনতা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। এই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল। তাঁর মতে, এখন অনেক নির্মাতা দর্শকের দৃষ্টি টানতে সস্তা উত্তেজনার আশ্রয় নিচ্ছেন। গল্পের প্রয়োজন না থাকলেও হঠাৎ করে গালি, অশ্লীল সংলাপ বা অপ্রাসঙ্গিক অন্তরঙ্গতা যোগ করা হচ্ছে শুধু চমক সৃষ্টির কৌশল হিসেবে।
পরেশ রাওয়ালের প্রশ্ন-এইসব সিরিজে আসলে কোনো ইতিবাচক বার্তা আছে কি? দর্শককে ভাবতে শেখানোর মতো কিছু আছে কি? তাঁর মতে, যখন গল্প দুর্বল হয়, চরিত্রের গভীরতা থাকে না, তখনই নির্মাতারা আলোচনায় আসতে সস্তা উপাদানের ওপর ভরসা করেন। অথচ দর্শক এখন অনেক সচেতন; তারা গল্প, অভিনয় আর বাস্তবতার সংযোগ খোঁজে।
পরেশ রাওয়ালের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ নির্মাতাদের অনেকেই তাঁর মতামতকে গুরুত্ব দিয়ে বলছেন, অযথা উপাদান নয়, বরং গল্পই সিরিজের আসল শক্তি হওয়া উচিত। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, ওটিটি মাধ্যমের স্বাধীনতা সৃজনশীলতাকে প্রসারিত করে, তাই সব দায় সস্তা প্রবণতার ওপর চাপানো ঠিক নয়।
তবু পরেশ রাওয়ালের সরল মন্তব্যটি তুলে ধরেছে বর্তমান কনটেন্ট দুনিয়ার একটি বাস্তব চিত্র-মানসম্মত গল্পের অভাব যতদিন দূর না হবে, ততদিন বিতর্ক থামবে না।
আরপি/টিকে