নতুন জুটির উপস্থিতিতে আলোচনায় ছুমন্তর সিনেমার প্রস্তুতি
মোজো ডেস্ক 01:48PM, Dec 07, 2025
নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন অভয় ভার্মা ও জানকি বোদিওয়ালা। বহুদিন গোপন প্রস্তুতির পর অবশেষে এই সপ্তাহেই শেষ হলো তাদের বহুল প্রত্যাশিত ছবি ছুমন্তরের প্রাথমিক মহড়া শুটিং। এই মক শুটিং সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ছবিটির নির্মাণযাত্রা এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাল।
মহড়া শুটিং সাধারণত অভিনেতা ও নির্মাতাদের জন্য দৃশ্যের গতি, আবহ, ক্যামেরার অবস্থান এবং চরিত্রের রসায়ন বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম।
অভয় ভার্মার নিবিড় অংশগ্রহণ আবারও প্রমাণ করল কেন তিনি পর্দায় দ্রুত উত্থানশীল তারকা হিসেবে নজর কাড়ছেন। তার সঙ্গে জানকি বোদিওয়ালার প্রাণবন্ত উপস্থিতিও ছবিটিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছুমন্তর ছবির প্রস্তুতি এতদিন আড়ালে থাকলেও এই আপডেট স্পষ্ট করেছে যে পুরোপুরি শুটিং শুরুর আর বেশি দেরি নেই। জুটির রসায়ন নিয়ে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শিগগিরই ছবির পরিচালক, গল্পের দিকনির্দেশনা ও সম্ভাব্য মুক্তির সময় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে নতুন এই ছবিকে ঘিরে উত্তাপ বাড়ছে চলচ্চিত্রপাড়ায়।