টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন আবারও জানালেন নিজের শিল্পীজীবনের মূল উৎস আর প্রথম ভালোবাসার কথা। দীর্ঘদিন ধরে মঞ্চনাটকে যুক্ত এই অভিনেতা স্পষ্ট ভাষায় বললেন, থিয়েটারই তার জীবনের প্রথম প্রেম। কিন্তু বাংলাদেশের মতোই ভারতে থিয়েটারের অবস্থা অনিশ্চিত এই শিল্পে কেবল মঞ্চে দাঁড়িয়ে সংসার চালানো কঠিন। সেই বাস্তবতা থেকেই টলিউডে অভিনয় করতে হচ্ছে তাকে।
কৌশিক জানান, যদি থিয়েটারেই পেশাগতভাবে টিকে থাকা যেত, তবে তাকে টলিপাড়ায় দেখা যেত না। তার কথার সুরে ছিল তীব্র সত্য, আবার ছিল থিয়েটারের প্রতি অগাধ ভালোবাসা। বহু বছর ধরে নাট্যদল, অনুশীলন এবং মঞ্চের আলো অন্ধকার তাকে যেভাবে গড়ে তুলেছে, সেই বন্ধন এখনও গভীর।
টলিউডে তিনি এখন পরিচিত মুখ, সফলও বটে। কিন্তু যত জনপ্রিয়তা, যত কাজই আসুক মঞ্চ তার কাছে সবসময় বাড়ির মতো। তাই টলিউডকে তিনি পেশাগত পথ হিসেবে দেখলেও, হৃদয়ের টান তাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই কাঠের মঞ্চের দিকে, যেখানে হাততালি আর আলোয় জীবনের অন্য রঙ খুঁজে পান তিনি।
কৌশিকের এই কথায় শিল্পীসমাজ ও দর্শকের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কারণ একই বাস্তবতা বহু থিয়েটার শিল্পীর জীবনে প্রতিফলিত। তার স্বীকারোক্তি যেন এক চিরন্তন প্রশ্ন তুলে দেয় মঞ্চশিল্পের প্রতি ভালোবাসা কি কখনও আর্থিক নিরাপত্তার জায়গা নিতে পারবে?
আরপি/টিকে