টলিউডের বহুল প্রশংসিত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আবারও তার অভিনয়জীবন নিয়ে সরল অথচ শক্ত অবস্থান জানালেন। অভিনয় তার কাছে শুধু পেশা নয়, জীবনের অবলম্বন এ কথাই স্পষ্ট করে দিলেন তিনি।
অম্বরীশ বলেন, তিনি একজন অভিনেতা, আর তার কাজ অভিনয় করা। চরিত্র বড় হোক কিংবা ছোট, গুরুত্বপূ্র্ণ হোক বা নগণ্য তিনি সবই করেন সমান মনোযোগে। কারণ এই অভিনয়ই তার রুজি রুটি, বেঁচে থাকার উপায়। তার ভাষায়, একজন শিল্পীর কাজ হলো নিজের শিল্পকে সম্মান জানানো, আর তিনি সেই পথেই হাঁটছেন।
টলিউডে আজ যখন তারকারা চরিত্র বাছাই নিয়ে নানা আলোচনায় থাকেন, তখন অম্বরীশের এই অবস্থান এক অন্যরকম বার্তা দেয়। চরিত্রের আকার নয়, তার গভীরতা বোঝা এবং পেশার প্রতি শ্রদ্ধাই একজন অভিনেতার প্রকৃত পরিচয় তিনি যেন সেই কথাটাই মনে করিয়ে দিলেন।
তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর শিল্পী মহল ও দর্শকরা আবারও প্রশংসা করছেন অম্বরীশের পেশাদারিত্ব ও নম্রতাকে। দীর্ঘদিন ধরে পর্দায় তার যেসব চরিত্র মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে তার প্রতিটির পেছনে আছে এই দায়বদ্ধতা, যা তাকে আজকের অম্বরীশ ভট্টাচার্য হিসেবে গড়ে তুলেছে।
আরপি/টিকে