রহস্যে ভরা অন্ধকার জীবনের প্রেম আর বিরহের নতুন গল্প নিয়ে আসছে ‘নূর’। ওটিটিতে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
‘নূর’ প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। বায়োস্কোপ প্লাসে সিনেমাটি মুক্তি পাবে।
রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা।
জানা যায়, ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ একসঙ্গে কাজের পর এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তারা। তিন বছর আগে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন শুভ-ঐশী।
সিনেমার প্রকাশিত টিজারে দেখা যায়, মিষ্টি প্রেমের সম্পর্ক হঠাৎই বাঁক নেয় করুণ দীর্ঘশ্বাসে। গল্পে প্রেমিকা শিউলীকে হারিয়ে প্রায় পাগল হয়ে যান নূর।
সময় পেরিয়ে এরপর তাকে দেখা যায় বন্দি অবস্থায়। কেন নূরের জীবন অন্ধকার করে দিল শিউলী, তার রহস্য জানা যাবে আর মাত্র দুদিন পরেই। বায়োস্কোপ প্লাসে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
টিকে/