জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ করে দেয়ার মাধ্যমে নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থানের সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে। আমাদের জায়গায় থেকে স্পষ্ট করে জানাতে চাই এটা এনসিপি কোনোভাবেই সমর্থন করবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এনসিপির জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির যারা ২৪-এর অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এবং তাদের হয়ে কাজ করেছে, তাদের সুবিধা ভোগ করেছে অবৈধ নির্বাচনের এমপি, মন্ত্রী হয়েছে তারা প্রত্যেককেই আওয়ামী লীগের দোসর। তাদের বিচারের আওতায় নেয়া আসা উচিত।
সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত অধিকার নেই। এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেভাবে আওয়ামী লীগ আনা হয়েছে। তারা এখনও বলে বেড়ায় যে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাই। তারা এমন কথাও বলে বেড়ায় আওয়ামী লীগের যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গেছে, তার জায়গা থেকে তিনি বাধা প্রকাশ করতেই পারে। আমরা রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এতটুকু বুঝতে পারি অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ তার নিজের দেশ। সেরকম একটা অনুভূতি তিনি পাবেন। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের নেতারা তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না। কেউ যদি অপ্রত্যাশিত কাজ করে আমরা সেটাও সমর্থন করব না। যৌক্তিক সমালোচনা করব।
ইএ/এসএন