দেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সাংস্কৃতিক ইশতেহার নিয়ে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান সদস্য হামিন আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, ‘সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত নয়।’
হামিন আহমেদ তার পোস্টে লিখেছেন, ‘জাতীয় নির্বাচন কিছুদিন পরেই! সংগীতস্রষ্টা, শিল্পী ও সংগীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক ইশতেহার কী?’
৫৪ বছরের ইতিহাসে কেন কোনো রাজনৈতিক দল সংগীতের মতো গুরুত্বপূর্ণ খাতকে কখনো তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দেয়নি, এ নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক।
হামিনের কথায়, ‘কোনো রাজনৈতিক দল সংগীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি—অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সংগীত নিয়ে নয়!’
শুধু পোস্টেই নয়, মন্তব্যের ঘরেও বিষয়টির গুরুত্ব তুলে ধরেন হামিন।
তিনি জানান, দেশে অন্তত কয়েক কোটি মানুষ গান ভালোবাসে। তরুণ থেকে প্রবীণ—সংখ্যাটি এত বড় যে চাইলে তারা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারে সংগীত ও সংস্কৃতি নিয়ে পরিষ্কার পরিকল্পনা প্রকাশ করতে।
তিনি লেখেন, ‘শুধু কথায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কি মনে হয়, বাংলাদেশের কত কোটি মানুষ গান ভালোবাসে? ১৮ কোটি মানুষের মধ্যে ২, ৩ বা ৪ কোটি নাকি আরো বেশি? এটা একটা বিশাল সংখ্যক তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ মানুষ—যাঁরা গান ভালোবাসেন এবং নিয়মিত শোনেন, তাই তো?’
তার মন্তব্য, ‘যদি আমরা বলি—সংস্কৃতি ও সংগীত নিয়ে দলগুলো তাদের পরিকল্পনা ঘোষণা করুক, নয়তো আমরা ভোট দেব না; কিংবা যে দল স্পষ্ট পরিকল্পনা দেবে, আমরা সবাই তাকে ভোট দেব—তাহলে কী হবে? সবারই তো ভোটের প্রয়োজন।
এটাই আমাদের, নাগরিকদের ক্ষমতা—এই ক্ষমতা ব্যবহার করুন।’
হামিন আহমেদের পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বহু শিল্পী, সুরকার, সংগীতশিল্পী ও সংগীতপ্রেমী তার উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন।
এসএন