রবীচন্দ্রন অশ্বিন অবসর নিয়ে প্রায়ই নানা আলোচনায় থাকছেন মন্তব্য বা ক্রিকেট বিশ্লেষণ ঘিরে। ভারতীয় তারকা এবার শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সানি লিওনের একটি ছবি পোস্ট করে।
মঙ্গলবার অশ্বিন দুটি ছবি জোড়া দিয়ে পোস্ট করেছেন। ছবির একপাশে সানি লিওন, আরেক পাশে চেন্নাইয়ের ক্রিকেটার সাধু স্ট্রিট। প্রথম দেখায় বিভ্রান্তি তৈরি হলেও ভক্তরা দ্রুত তার পোস্টের আসল ইঙ্গিত ধরে ফেলেছেন।
ভারতের গণমাধ্যমে খবর, মজার ছলে করা পোস্টটি আসলে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে। সানি লিওনের নামের প্রথম অংশ এবং সাধু স্ট্রিট মিলিয়ে ‘সানি সাধু’ হওয়ায় তিনি এমন মজার কোলাজ করেছেন।
সানি সাধু সম্প্রতি সৈয়দ মুশতাক আলি টি-টুয়েন্টি ট্রফিতে অভিষেক ম্যাচ খেলেছেন। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই তামিলনাড়ুর হয়ে ৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাই সুদর্শনের ৫৫ বলে অপরাজিত ১০১ সঙ্গে তিনি ৩৭ রানের জুটি গড়েন।
অশ্বিনের পোস্টের উদ্দেশ্য ছিল ২২ বর্ষী প্রতিভাবান অলরাউন্ডারকে উৎসাহ দেয়া। আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন সাধু। অশ্বিনের পোস্টের মাধ্যমে তার নাম আলোচনায় আসায় দল পেতে প্রতিযোগিতা বাড়তে পারে, ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এসএন