ভোগবিলাসকে আজকাল সাফল্যের মাপকাঠি মনে করা হয়। সেই প্রবল ধারার মাঝেই সতর্কতার সুর তুলেছেন বলিউড অভিনেত্রী ভূমিকা চাওলা। তাঁর কথা, “অতিরিক্ত জিনিস নিজেরাই একসময় মানুষকে গ্রাস করে।” আধুনিক ভোক্তাবাদ যে মানসিক চাপ ও অস্থিরতা তৈরি করছে, তা নিয়েই মুখ খুলেছেন তিনি।
ভূমিকার ভাষ্য, ন্যূনতম প্রয়োজনের বাইরে অকারণে জিনিসপত্র জমিয়ে রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভন আর নগদবিহীন কেনাকাটার সহজতায় মানুষ—বিশেষ করে তরুণেরা—এক অন্তহীন ভোগচক্রে আটকে যাচ্ছে। এর ফলে ঘরে যেমন অগোছালো অবস্থা তৈরি হয়, মনের ভেতরেও জমতে থাকে অস্বস্তি, অস্থিরতা ও ক্লান্তি।
তিনি মনে করিয়ে দেন, ব্র্যান্ড বা দামি জিনিসে নিজের পরিচয় খোঁজার অভ্যাস মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তাই প্রয়োজন ফিরে যাওয়া সহজ, মাটির টানে থাকা জীবনে। তাঁর মতে, বাচ্চাদের বড় করতে হলে খেলনা আর স্ক্রিন নয়, বরং প্রকৃতি, শিল্প আর খেলাধুলার সঙ্গে পরিচয় করানোই বেশি জরুরি।
বর্তমান সময়ে যেখানে চাহিদা, চকমক ও তাৎক্ষণিক আকাঙ্ক্ষাই জীবনের নিয়ম মনে করা হয়, সেখানে ভূমিকা চাওলার এই বার্তা আলাদা করে দৃষ্টি কাড়ে। তিনি মনে করিয়ে দেন—সচেতন, সংযত ও মননশীল জীবন শুধু একটি লাইফস্টাইল নয়; ব্যক্তিগত শান্তি ও পরিবেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য।
এবি/টিকে