প্রতারণার অভিযোগে চর্চায় উঠে এসেছেন অভিনেতা রাহুল বোস। প্রাক্তন রাগবি খেলোয়াড় তথা অভিনেতা রাহুল বোসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে হিমাচল প্রদেশের রাজপরিবারের সদস্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তিনি দায়িত্ব নিয়েও হিমাচল প্রদেশের রাগবি অ্যাসোসিয়েশনকে সরকারি স্বীকৃতি দানের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি। একইসঙ্গে বিভিন্ন রাজ্যের বাসিন্দা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একাধিক ডোমিসাইল সার্টিফিকেট বানানোর অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এবার নিজের বিরুদ্ধে ওঠা সমূহ অভিযোগ নিয়ে মুখ খুললেন রাহুল। জানালেন নিজের বক্তব্যও
মঙ্গলবার এই নিয়ে অভিনেতা জানান, তিনি হিমাচল প্রদেশ রাগবি অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব চান না কোনওভাবেই। রাহুল বলেন, “আমার বন্ধু, সহকর্মী ও আমার সকল শুভানুধ্যায়ী যারা আছেন তাঁরা সকলেই আমাকে জানেন একজন সঠিক নিয়ম নীতি মেনে চলা একজন মানুষ। আমি কোনও কিছুর বিনিময়ে কিছুতে আপোস করি না। গত চব্বিশ ঘণ্টা ধরে আমাকে নিয়ে সোশাল মিডিয়াতে চলা যে রটনা ছড়াচ্ছে তা নিরসনে এটাই বলতে চাই যে, আমার এখন এবং আগামীতেও রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্ব কোনওভাবেই চাই না।”
এবি/টিকে