নোয়াখালীতে আগুনে ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি  

নোয়াখালীর সদর উপজেলায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার রাত ১১টার দিকে চরমটুয়া ইউনিয়নের নোয়াহাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের তাহের মিয়া মার্কেটের মিলনের তেল ও গ্যাসের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে মাইজদী ও লক্ষ্মীপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে শাহ জাহান কনফেকশনারি, শাহ আলম কনফেকশনারি, মাকসুদা ফার্মেসি, মোরশেদ রাইস মিল, ইসমাইল কনফেকশনারি, সাদ্দাম হার্ডওয়ার, মিলন তেল, তাজু ফার্মেসি, রাজিব ডেকোরেটর, রহমান মুহুরি, মনির হার্ডওয়ার, নূর আলম ফল বিতান, সেলিম কাঁচামাল ও গিয়াস উদ্দিনের চা দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।

তাহের মিয়া মার্কেটের পরিচালক মোরশেদ আলম জানান, আগুনে তার রাইসমিলসহ ১৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 


টাইমস/এইচইউ

Share this news on: