করোনা: দূরপাল্লার যানবাহনে জীবাণুনাশক ছিটাচ্ছে বগুড়ার পুলিশ  

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়ায় মহাসড়কে দূরপাল্লার ট্রাকসহ অন্য যানবাহনে জীবাণুনাশক ছিটানো শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের মাটিডালি বিমান মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।

এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহাসড়কে দূরপাল্লার যানবাহনে জেলা পুলিশের জীবাণুনাশক এ কর্মসূচি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল প্রমুখ।

এর আগে ২৫ মার্চ শহরের সাতমাথা থেকে জল কামান দিয়ে রাস্তায় ও পাড়া মহল্লায় জীবাণুনাশক ছিটানো কর্মসূচি শুরু করে পুলিশ। জেলার ১২ উপজেলাতে জেলা পুলিশের জীবাণুনাশক ছিটানো কর্মসূচি অব্যাহত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: