রাজশাহীতে গোপন বৈঠককালে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক  

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এ টি এম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে গোপন বৈঠকের সময় মহানগরের শাহ মখদুম থানার সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জের তারাশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের এসএম সেলিম হোসেনের ছেলে ইউসুফ আলী ওরফে সৌরভ (২১), পাবনার চাটমোহর উপজেলার করকেলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিল খান (২০) ও জেলার একই উপজেলার বোথড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ (২০)।

মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার সিটিহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাড়িতে গোপন বৈঠককালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ওই তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে উগ্রবাদী বই ও প্রশিক্ষণের নথি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাদের মহানগরের শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাব-৫ এর পক্ষ থেকে থানায় মামলা দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: