কুমিল্লায় ৯ ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি  

করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজনদের মধ্যে ৩৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৯ জনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে কারো করোনা শনাক্ত হয়নি।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে কুমিল্লার ১৭ উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেগুলোর মধ্যে শনিবার বিকাল পর্যন্ত ৯টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর সবই নেগেটিভ। কেউ করোনা আক্রান্ত নন। বাকি নমুনাগুলো পরীক্ষা শেষে প্রতিবেদন পাঠানো হলে আইইডিসিআর কর্তৃপক্ষ আমাদের জানাবেন।

তিনি বলেন, কুমিল্লায় করোনার ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাদের সর্দি, কাশি এবং জ্বর রয়েছে, প্রতি উপজেলা থেকে দুজন করে এমন ৩৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করার কারণ হচ্ছে কুমিল্লা জেলায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি কেমন তা যাচাই করে দেখা।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: