ফরিদপুরে করোনা শনাক্তের পরীক্ষা শুরু সোমবার  

ফরিদপুরে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা। আগামীকাল সোমবার থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পরীক্ষা শুরু হবে। এজন্য হাসপাতালের চতুর্থ তলায় পিসিআর (পলিমিয়ার্স চেইন রিঅ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল নয়টা থেকে এ পরীক্ষা করা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। রোববার ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট পাঠানো হয়েছে। প্রথমদিকে ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষা করা হবে। পরে আশপাশের অন্য কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবে।

ল্যাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম। এ ছাড়া ল্যাব পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগের প্রধান মো. ওয়াদুদ মিয়া এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান রেজাউল কাদের। কমিটির ওই তিন সদস্য ছাড়াও এ ল্যাবের কাজে নিয়োজিত ৭ জন মেডিকেল টেকনোলজিস্টসহ (ল্যাব) মোট ১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা এখানে শুরুতে পরীক্ষা করা হবে। পরে আশপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে।

সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, প্রতিটি উপজেলা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে প্রাপ্ত নমুনা পরীক্ষার জন্য দেওয়া হবে। আশপাশের অন্যান্য জেলার নমুনা স্ব স্ব জেলার সিভিল সার্জনের মাধ্যমে সরাসরি ল্যাবে গিয়ে জমা হবে।

তিনি আরও জানান, প্রতিবেদন পাওয়ার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি কন্ট্রোল রুম খোলা হবে। সেই কন্ট্রোল রুম কিংবা সরাসরি পরিচালকের মাধ্যমেও ফল জানা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024
img
৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী May 19, 2024
img
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং May 19, 2024
img
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী May 19, 2024
img
জীবন বাঁচাতে রাফা ছেড়েছেন ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ May 19, 2024
img
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী May 19, 2024