করোনায় চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নেকবার হোসেন (৪৫) নামে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

নেকবার চট্টগ্রামের হালিশহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ডা. রব জানান, ওই পুলিশ সদস্যের তীব্র শ্বাসকষ্ট ছিল। শুক্রবার বিকালে তাকে জেনারেল হাসপাতালে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে জানা গেছে, অসুস্থ কনস্টেবল নেকাব্বরকে গত ১৪ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার ‘করোনাভাইরাস পজিটিভ’ পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, এ পর্যন্ত নগর পুলিশের দুই সদস্য করোনাভাইরাসে মারা গেছেন। চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত পুলিশের সংখ্যা মোট ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ