করোনা: নোয়াখালীতে ৩৮ পুলিশসহ আরও ৯০ জন শনাক্ত  

নোয়াখালীতে একদিনে ৩৮ জন পুলিশ সদস্যসহ আরও ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৬৫ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১২ জনের। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ২৮ ও ২৯ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ৩০ মে রাতে রিপোর্ট আসলে তাতে ৯০ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন।

এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, জেলার ৩৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বেগমগঞ্জের চৌমুহনী ফাঁড়ি ও সদরের সোনাপুর পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: