করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ  

করোনা মহামারির নিয়ন্ত্রণ ও চিকিৎসায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন বিশ্বের ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে। আমেরিকার অবস্থান ৪০ নম্বরে এবং ভারতের অবস্থান ৩৫ নম্বরে।

দেশের মহামারী পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান আগের তুলনায় সংক্রমণ কমে গেছে। সংক্রমণের হার এখন সাড়ে ৫ শতাংশ এবং সুস্থতার হার ৯০ শতাংশ। মৃত্যুর হারও কমে গেছে।

এসময় করোনাভাইরাসের টিকা ফেব্রুয়ারি মাসের প্রথমভাগের মধ্যে বাংলাদেশে চলে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো বাংলাদেশকে এ ভ্যাকসিন দিতে চাচ্ছে। ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে।

চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে। করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

টাইমস/এসজে

Share this news on: