দাম বেশি বললে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে : অর্থমন্ত্রী  

কোনো দেশ ভ্যাকসিনের দাম বেশি বললে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৩ জানুয়ারি) অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ভারত অবশ্যই লাভ ছাড়া ভ্যাকসিন বিক্রি করবে না। আর তাদের যে উৎপাদন খরচ হবে সেই দামেই আমরা ভ্যাকসিন পাবো এটা প্রত্যাশা করা ঠিক হবে না।

তবে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কতো এবং আমরা কতো দামে পাচ্ছি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। কারণ অনেক দেশই তৈরি করবে। এক দেশ থেকে যদি বেশি দাম বলে তাহলে অন্য দেশে যাওয়ার সুযোগ আছে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী আর বলেন সকলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। আশা করেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে দেশের ১৭ কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ