মুসলিম সম্প্রদায়কে সাহায্য করা নিউজিল্যান্ডের দায়িত্ব  

 

মুসলিম সম্প্রদায়কে সাহায্য করার ক্ষেত্রে দেশের দায়িত্ব আছে, ক্রাইস্টচার্চের মসজিদে নৃশংস হামলার দুবছর পূর্তি উপলক্ষ্যে এক বক্তৃতায় এ কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।

জাসিন্দা আরও বলেন, সেদিন নারী-পুরুষ-শিশুরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুসলমানদের ওপর যে আতঙ্ক নেমে এসেছে, কেবল কথা দিয়ে তা দূর করা সম্ভব হবে না। তিনি বলেন, সবাইকে নিয়ে একটি একীভূত জাতি গড়ে তুলতে হবে, যাতে আমাদের বৈচিত্র্য নিয়ে গর্ব করা যায় এবং এটাকে এমনভাবে বুকে আগলে রাখবে, যদি তাদের ডাকা হয়, তবে একনিষ্ঠভাবে দেশকে রক্ষায় এগিয়ে আসবে।

২০১৯ সালের ১৫ মার্চে শুক্রবার জুমার নামাজের সময় এক খ্রিষ্টান উগ্রপন্থীর হামলায় অন্তত ৫১ মুসলমান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েক ডজন।

এ হামলার ঘটনায় মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন জাসিন্দা। এছাড়া নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনও কঠোর করেন তিনি।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ