“ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?” 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
রবীন্দ্রনাথকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। এজন্য তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২টি। 
তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গান বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করা হয়।
১৯৪১ সালের ৭ আগস্ট দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন।


তার একটি বিখ্যাত উক্তি-

“ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?” 

 


টাইমস/এনজে

Share this news on: