মেক্সিকোয় ওভারপাস ধস, নিহত অন্তত ২০  

মেক্সিকোতে ভয়াবহ মেট্রো ট্রেন দুর্ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ওইদিন রাত ১১টায় দেশটির রাজধানী মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

দুর্ঘটনায় আহত কয়েক ডজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম মিলেনিও টিভিতে দেখানো এক ভিডিওতে ওভারপাসের একাংশকে ধসে নিচের ব্যস্ত সড়কে থাকা গাড়ির ওপর পড়তে দেখা গেছে।

অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনাটি ঘটেছে বলে টুইটারে জানিয়েছে মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর মেট্রো ট্রেনের অন্তত দুটি বগিকে ঝুলে থাকতে দেখা গেছে।

ঘটনাস্থল থেকে করা এক টুইট বার্তায় মেক্সিকো সিটির মেয়র ক্লদিয়া সেইনবাম বলেন, ‘দমকল এবং জননিরাপত্তা কর্মীরা কাজ করছেন। বিভিন্ন হাসপাতাল সেবা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরও তথ্য জানাতে পারবো।’

মেয়র ক্লদিয়া সেইনবাম আরও জানান ৪৯ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানান তিনি।

ওভারপাসের একাংশ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে নিজেদের গাড়ির ভেতর আটকা পড়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত মেক্সিকো সিটির মেট্রো বছরে প্রায় ১৬০ কোটি যাত্রী পরিবহন করে। ১২ নম্বর লাইনটি ২০১২ সাল থেকে চালু হয়েছে।

শহরটিতে গত বছর দুটি মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছিল।

 

টাইমস/এসজে

Share this news on: