আগামী তিনদিন দেশে থাকবে গ্যাস সংকট

বিরূপ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় আমদানিকৃত এলএনজি গ্যাস খালাসে বিঘ্ন ঘটছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, সোমবার (১৪ জুন) থেকে আগামী ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। ফলে প্রতিদিন ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না।

 

টাইমস/এসএন

Share this news on: