বাড়ল গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে। জুলাই থেকে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বাড়তি দামে কিনতে হবে গ্যাস। নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৩০ জুন) এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে কমিশন। বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপি গ্যাসের খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৭৪ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা শুধুমাত্র জুলাই মাসের জন্য প্রযোজ্য।

নতুন দাম অনুযায়ী জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯১ টাকা; যা জুনে ছিল ৮৪২ টাকা এবং মে মাসে ৯০৬ টাকা ছিল।

 

টাইমস/এসএন

Share this news on: