ভারত থেকে আসছে কাঁচা মরিচ

কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখার জন্য বেসরকারি উদ্যোগে ভারত থেকে মরিচ আসছে।

বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সোমবার বলেছে, ভোমরা স্থল বন্দর দিয়ে বেসরকারি উদ্যোগে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁচা মরিচবাহী আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশে প্রায় মাসখানেক ধরে থেমে থেমে টানা ভারি বর্ষণ হচ্ছে। ফলে বাজারে সরবরাহ ঘাটতির দেখা দেওয়ায় কাঁচামরিচের দাম গেছে বেড়ে।


গতকাল খোলাবাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ২০০ টাকার উপরে। ই-কমার্স প্রতিষ্ঠান স্বপ্ন ও চালডালে দাম ছিল ১৯০ টাকার বেশি।

Share this news on: