সাবেক প্রধান বিচারপতির টাকা আত্মসাতের মামলার রায় ৫ অক্টোবর

ব্যাংকের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি  এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় হবে ৫ অক্টোবর।

এরই মধ্যে এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ৫ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ মঙ্গলবার এই দিন ঠিক করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

পিপি মীর আহমেদ আলী সালাম জানান, এ মামলায় দুদকের পক্ষ থেকে ২১ সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। আজ দুদকের পক্ষ থেকে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আসামিপক্ষ থেকেও যুক্তিতর্ক শুনানি গ্রহণ করেন আদালত। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ায় আদালত এই মামলার রায় ঘোষণার জন্য ৫ অক্টোবর দিন ঠিক করেছেন। এ মামলায় গত ২৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়।


Share this news on: