ক্রিকেট থেকে অবসরে মালিঙ্গা

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মালিঙ্গা।  দীর্ঘ ১৭ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

শ্রীলঙ্কান এই গতিদানব বিশ্ব ক্রিকেটে  নজর কেড়েছিলেন ঝাঁকড়া রঙিন চুল, অদ্ভুত বোলিং অ্যাকশন, ইয়র্কারের পসরা সাজানো বোলিং দিয়ে।

ওয়ান ডে এবং টেস্টের ইতি আগেই টেনে দিয়েদিয়েছিলেন। এবার টানবেন টি-২০ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর কথা তিনি জানিয়েছেন।


এর আগে ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মালিঙ্গা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলার মাধ্যমে সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা।  আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারীও মালিঙ্গা। এই ফ্র্যাঞ্জাইজি লিগে তাঁর উইকেটসংখ্যা ১৭০ টি। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি হ্যাটট্রিক থাকার পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার বলে ৪ উইকেট নেয়ার রেকর্ডটিও তাঁর দখলে। এমন কীর্তি অবশ্য দুইবার করেছেন তিনি। 

Share this news on: