ঢাবিতে ঘটেছে বৃক্ষনিধন, কিন্তু কেন?

রাজধানী ঢাকার অন্যতম সবুজের সমারোহ ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্ষীয়ান একটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলা হয়েছে।

এতে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। 

কিছু শিক্ষার্থী ক্ষুদ্ধ হয়ে গাছের খন্ডিং অংশ কাফনে মুড়ি দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আবার কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়কে সমর্থন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আদনান তূর্য বলেন, এভাবে কৃঞ্চচূড়া গাছ কেটে ফেলা শিক্ষার্থীদের জন্য হৃদয়বিদারক। তবে আশা করবো বিশ্ববিদ্যালয় যেন একটি গাছ কাটার বদলে আরো গাছ রূপন করে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, গাছটি ৪৫ ডিগ্রী হেলে পড়েছিল। এতে গাছটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। তাই আমরা গাছটি কাটার সিদ্ধান্ত নিই।

Share this news on: