ইভ্যালীর রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও মামলা

প্রতারণা, অর্থ আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। শুক্রবার রাতে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন একটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। 

এর আগে ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক। সেদিনই সে মামলায় আটক হয়ে রাসেল বর্তমানে তিন দিনের রিমান্ডে আছেন।

Share this news on: