বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ১২-১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পরীক্ষামূলক করোনা টিকা প্রয়োগ কার্যক্রম। মানিকগঞ্জে ১০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া হবে আগামীকাল। ৭ দিন পর্যবেক্ষণের পর শুরু হবে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ‘টেস্ট রান’ হিসেবে কাল দুটি স্কুলের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

Share this news on: