মোস্তাফিজকে ‘বিশ্বমানের বোলার’ আখ্যায়িত স্কটল্যান্ড অধিনায়কের

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই আজ রাত ৮টায় ওমানের মাসকাট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শেষ করে দুর্দান্ত এক সময় পার করছেন বাংলাদেশের কাটার মাস্টার নামে খ্যাত মুস্তাফিজুর রহমান। তাইতো খেলার আগের দিন অর্থ্যাৎ গতকাল এক সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলয়েড জানালেন, মোস্তাফিজ বিশ্বমানের বোলার। মোস্তাফিজের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন স্কটল্যান্ডের ব্যাটাররা।

ক্যালাম ম্যাকলয়েড বলেন, ‘আমি আজ (শনিবার) তার বোলিং দেখেছি ভিডিওতে। অবশ্যই খুব উঁচু স্কিলের একজন বোলার তিনি। আমরা তার বোলিং মোকাবিলা করতে ভীত নই, রোমাঞ্চিত। এখানে আমাদের রোমাঞ্চের পেছনে একটা কারণ হতে পারে যে, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব।

ক্যালাম আরো বলেন, ইউনিট হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের এমন স্কিল রয়েছে যে উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতি পারি এবং আমাদের স্কিল বেশি কার্যকর হয়।’

Share this news on: