সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঢাবি শিক্ষকরা

আজ মঙ্গলবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গতকাল সোমবার ঢাবি শিক্ষক সমিতির নেতৃত্বে ২০ জন শিক্ষক কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে আজ সাম্প্রদায়িকতা রুখে দেয়া ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বানে মানববন্ধনটিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

এসময় বক্তারা দেশব্যাপী ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের তীব্র সমালোচনা করেন এবং সরকার, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সম্প্রীতির বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান।

মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ আরো অনেকে।
উক্ত মানববন্ধনটি সঞ্চালনা করেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া এবং সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ।

Share this news on: