‘সমালোচনা অবশ্যই হবে, কিন্তু একেবারে ছোট করে ফেলা ঠিক নয়’ - রিয়াদ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে হারে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ের পর সেই সমালোচনায় কিছুটা হলেও ভাটা পড়ে। এর দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল জয় দিয়ে সমালোচকদের সমুচিত জবাব দিলেন মাহমুদউল্লাহ।

মাহমুদুল্লাহ বলেছেন, ‘সমালোচনা আমাদের স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদের পরিবার আছে।
আমাদের বাবা-মা রা’ও বসে থাকেন টিভির সামনে। আমাদের বাচ্চারাও খেলা দেখে। তারাও মন খারাপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে।
সমালোচনা তো হবেই। আমরাও আশা করি সমালোচনা হোক। আমরা খারাপ খেলেছি সমালোচনা হবেই। কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে ছোট করে ফেলে সেটা কিন্তু খারাপ লাগে।’ 

ব্যাটিংয়ে ব্যর্থতা নিয়ে ক্যাপ্টেন আরো বলেন,
‘অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি। সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই তখন আমাদেরও সম্মান অনুভব হয়। আমরা দেশের জন্য কতটুকু করি। ’

Share this news on: