বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বেস্ট রিটেইল অ্যাওয়ার্ড অর্জন করল ‘ফেয়ার ইলেকট্রনিক্স’

'বেস্ট রিটেইল অ্যাওয়ার্ড' পেলো ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। স্যামসাং মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স পণ্য বিপণনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বিবিএফ। 

গত শনিবার (২৩ অক্টোবর) বিবিএফ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ফেয়ার ইলেকট্রনিক্সকে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে বেস্ট রিটেইল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

২০২০ সালের করোনা মহামারি এবং লকডাউনের প্রভাবে প্রতিযোগী ব্র্যান্ডগুলির বিপরীতে পরিবর্তনগুলিকে মানিয়ে নিয়ে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়াতে শক্তিশালী উপস্থিতিসহ অনলাইনে স্থানান্তরিত হয়ে গ্রাহক সেবায় কাজ করে সফলতা অর্জন করে ফেয়ার গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

করোনা মহামারি ও একটানা লকডাউন ২০২০ সালে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে দূরূহ পরিস্থিতি সৃষ্ট করে, সাফ্যল্যের সাথে তা মোকাবেলা করে অবস্মরণীয় সাফল্য ছিনিয়ে আনে ফেয়ার ইলেক্ট্রনিক্স। পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি শক্তিশালী করে। অফলাইনের পাশাপাশি অনলাইনে বিপণন ব্যবস্থা জোরদার করে। বিতরণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে সরাসরি কারখানা থেকে পণ্য প্যেঁছে দেয় গ্রাহকের দোরগোড়ায়। দক্ষ কারিগরী কর্মীরা বিক্রয়োত্তর সেবা নিয়ে মাইক্রোবাস ও মোটর বাইকযোগে হাজির হন গ্রাহকের ঠিকানায়। ফলে ফেয়ার ইলেক্ট্রনিক্স-এর বিক্রয় প্রবৃদ্ধি ২০১৮-’১৯ সালের ৮১ শতাংশ থেকে বেড়ে ২০১৯-’২০ অর্থবছরে ১৫৭ শতাংশে এবং ২০২০-’২১ অর্থবছরে ১৬৬ শতাংশে দাঁড়ায়। প্রতিযোগী ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে গ্রাহকের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

২০১৭ সালে মাত্র ৩০টি স্যামস্যাং স্মার্ট প্লাজা দিয়ে শুরু হয়েছিলো ফেয়ার ইলেকট্রনিক্স। ছয় গুণ বেড়ে ২০২১ সালে এর সংখ্যা দাঁড়ায় ২০০টিতে। বর্তমানে ফেয়ার ইলেক্টট্রনিক্সে কাজ করছে প্রায় ২২৫০ জন।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, এ অর্জন আমাদের সবার। সবার সম্মিলিত প্রচেষ্টা, মহামারিকালে ভোক্তাদের দোড়গোড়ায় পণ্য পৌঁছে দেয়া এবং গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে ফেয়ার ইলেক্টট্রনিক্স এই অসামান্য কৃতিত্ব অর্জন করেছে। করোনা মহামারিকালে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উৎসাহ এই পথ চলাকে আরো বেগবান করেছে। 

স্যামস্যাং’কে ধন্যবাদ জানিয়ে জনাব মাহবুব বলেন, স্যামস্যাং-এর আস্থা ও বিশ্বাস আমাদের প্রেরণা। তারা সারাক্ষণ পাশে থেকে আমাদের পথ চলাকে সাবলীল করছে। সাফল্যের চলমান ধারা অব্যাহত থাকলে 


ভবিষ্যতে ফেয়ার ইলেকট্রনিক্স তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোঃ মেসবাহ উদ্দীন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে আমরা অনলাইন এবং অফলাইনে বিপণন কার্যক্রমের ওপর সমান গুরুত্ব দিচ্ছি। ডিজিটালাইজেশনের পথে খুব দ্রæত অগ্রসর হচ্ছি। গ্রাহকরা শীঘ্রই এর আরো সুফল ভোগ করবেন। 

ফেয়ার গ্রুপের অর্জন:

- ২০১৮-’১৯ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং বিভাগে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসাবে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।

- প্রথম জাতীয় শিল্প মেলায় হাই-টেক শিল্প বিভাগে পুরস্কৃত হয় ফেয়ার ইলেকট্রনিক্স।

‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে শিল্পোন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়াসে সামিল রয়েছে ফেয়ার গ্রুপ

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024