সিটি কর্পোরেশনের ২ পরিচ্ছন্নতাকর্মী ও চালক বরখাস্ত, মামলা দায়ের

অবৈধভাবেই গাড়ি বরাদ্দ নিয়ে চালানোর জন্য পরিচ্ছন্নতা কর্মী হারুন মিয়া ও গাড়ি চালানোতে সহযোগিতা করায় পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে। আর গাড়ি চালক ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য জানায়।

বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে- জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটে।

এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকার শিক্ষাঙ্গন। গ্রেফতার করা হয় গাড়ি চালককে। পরে দেখা যায় গাড়িচালক অবৈধভাবে সিটি কর্পোরেশনের এই গাড়ি চালাচ্ছিলেন।

অবৈধভাবে বরাদ্দ নিয়ে অন্যের মাধ্যমে গাড়ি চালানোর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

Share this news on: