বড়াল ব্রিজে মালবাহি ট্রেন লাইনচ্যুত , ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

পাবনার বড়ালব্রিজ রেলস্টেশনে মালবাহী  ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বড়ালব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে পাথরবোঝায় মালবাহী ট্রেনটি ফাঁকা অবস্থায় ঈশ্বরদী অভিমুখে আসছিল। বড়ালব্রিজ স্টেশনের আগে আসা মাত্র একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আমরা ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে বিকেল ৫টার দিকে রিলিফ ট্রেনের উদ্ধারকর্মী নিয়ে রেলওয়ে প্রকৌশলীরা রওনা হয়েছি। ঘটনাস্থল পৌঁছে রেললাইন সচল করতে কয়েক ঘণ্টা সময় লাগবে।


Share this news on: