ডাকসু: ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেল প্রত্যাহার  

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে প্যানেল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ভিপি প্রার্থী সোহান খান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

প্রত্যাহারের বিষয়ে প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী মো. আল মামুন বলেন, ডাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ডেকেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পরে প্যানেল প্রত্যাহার করেছি। কারণ আমাদের অভিভাবক হলেন তিনি।

এর আগে রোববার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি পদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস (সাধারণ সম্পাদক) পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লড়বেন।

তার একদিন পর সোমবার স্বতন্ত্র প্যানেল দেয়ার ঘোষণা দেয় ছাত্রলীগের একটি অংশ। যাতে ভিপি পদে সোহান খান এবং জিএস পদে আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন...

ডাকসু: ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেল ঘোষণা

 

টাইমস/এইচইউ

Share this news on: