পি কে হালদারের একাধিক সম্পত্তির সন্ধান পশ্চিমবঙ্গে

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের পাচার করা সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গের ৯ জায়গায় অভিযান চালিয়েছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ( ইডি)।

পি কে হালদার ও তার সহযোগী সুকুমার মৃধার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা ভারতে পাচার এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।

কলকাতার চব্বিশ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে সন্ধান মিলেছে পি কে হালদারের বিলাসবহুল বাগানবাড়ির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তদন্তে জানা যায়, এই এলাকাতেই একাধিক সম্পত্তি ক্রয় করেছে হালদার ,মৃধা জুটি।

কলকাতার বাইপাস সংলগ্ন এলাকা , দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও অফিস রয়েছে।

কলকাতা ছাড়াও দিল্লী, মুম্বাই এবং ভারতের অন্যান্য শহরেও হালদার-মৃধা জুটির বিনিয়োগ আছে বলে অনুমান করছে ইডি।

Share this news on: