দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৬ মরদেহ উদ্ধার


ভারতের পশ্চিম দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দগ্ধ অন্তত ৪০ জনকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের ডেপুটি কমিশনার (আউটার ডিস্ট্রিক্ট) সমীর শর্মা জানান, এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। রাত ১১টার সময়ও উদ্ধার অভিযান চলছিল।
দিল্লি ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে বাণিজ্যিক ওই ভবনে আগুন লাগে। এ পর্যন্ত ২৬ মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনতলা ওই ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে সেখানে।
দ্বিতীয় তলায় সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারক কোম্পানির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। কোম্পানির মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে।

Share this news on:

সর্বশেষ