হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে একজন নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যাদুর্গতদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মিয়া (৪২) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, সোমবার (২০ জুন) বিকালে বন্যাদুর্গতদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ নিতে গিয়ে বিপ্লবসহ কয়েকজন আহত হন। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। বিপ্লবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। এরপর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে বিপ্লব গুরুতর আহত হন। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Share this news on: