হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে অভিযান শুরু করেছে প্রশাসন।

রোববার সকাল সোয়া ৯টায় হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ২টি এস্কেভেটর ও ৫০ জন শ্রমিক কাজ করছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন জানান, এই অভিযান শুরুর আগে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত তারিখের সময়ই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: