প্রবাসী আয়ের পালে হাওয়া, দিনে আসছে ৭০০ কোটি টাকা

অর্থনৈতিক সংকট, রিজার্ভ কমে আসাসহ নানা কারণে যখন দেশে অস্থিরতা বিরাজ করছে তখন গত মাসের মতো আগস্টেও রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। দিনে প্রবাসীরা বাংলাদেশি টাকায় ৭০০ কোটি টাকার মতো রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। চলতি আগস্ট মাসের ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা) ১১ হাজার ১২৪ কোটি টাকা। সে হিসেবে প্রতিদিন এসেছে ৭ কোটি ২৬ লাখ ডলার বা প্রায় ৭০০ কোটি টাকা।

গত মঙ্গলবার পর্যন্ত এই হিসেবে দেখা গেছে, এটি গত বছরের (২০২১ এর আগস্টের ১৬ দিন) একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩০ শতাংশ বেশি। 

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে রেমিট্যান্স আসছে এটা ইতিবাচক দিক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সিরাজুল ইসলাম আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে জুলাই মাসের মতো আগস্টেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসবে।

Share this news on: