কমলাপুরে যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ রেলমন্ত্রীর  

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি বলেন, এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে। অন্যথায় যারা এর দায়িত্বে রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেলমন্ত্রী বলেন, কমলাপুর রেলস্টেশনের টিকিট বিক্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ এপ্রিল তিনি আবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে আসবেন। এর মধ্যে স্টেশনের সেবার মান উন্নয়ন করা না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন সোনার বাংলা ট্রেনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে টিকিট কাটা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেনের টিকিট জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাটতে হবে।

 

টাইমস/জেডটি

Share this news on: