শরীয়তপুরের কোন বাজারে প্রতিদিন নদীর ও নানা ধরনের মাছ পাওয়া যায়?

শরীয়তপুরের বাজারগুলোতে সাধারণত দুই দিন হাট বসে। সে সময় পাওয়া যায় নদীর ও নানান ধরনের মাছ। হাট বার ব্যতিত অনেকের প্রয়োজন হয় মাছ ক্রয়ের।সে ক্ষেত্রে অনেকেই খুজেন কোথায় প্রতিদিন মাছ পাওয়া যায়?


পদ্মা তীরবর্তী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বাজার। যে বাজারে প্রতিদিন ভোর থেকে ১২টা পর্যন্ত মাছের বাজার বসে। পদ্মার ইলিশ,পাঙ্গাস,চিংড়ি সহ পুকুর,ঝিলের মাছ পাওয়া যায়। 


সরজমিনে ঘুড়ে দেখা যায়,খুচরা বিক্রেতাদের পাশাপশি পাইকারি বিক্রয় হচ্ছে।অনেকেই এই বাজার থেকে পাইকারি দামে ক্রয় করে অন্য বাজারে নিয়ে বিক্রয় করছে। অন্য বাজারের তুলনায় এ বাজারের মাছের দাম তুলনামূলক কিছুটা কম।

Share this news on: