১টা ডিমের দাম এখন কত টাকা?

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের পরেও বাজারে ডিমের দাম কমেনি। আবারও বাজারে ডিমের হাফ সেঞ্চুরি। দাম কমবে নাকি আরও বাড়বে, সে বিষয়ে ধারণা নেই খোদ ব্যবসায়ীদের। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নবোদয় বাজার ঘুরে ডিমের বাজারের এমন চিত্র দেখা গেছে। 

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা দরে। বাজার ভেদে ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। 

এর আগে গত দুই সপ্তাহ একই দামে ঢাকার বাজারে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগির ডিম। 

গত রোববার (১৮ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী বলেছিলেন, ‘এটি কমে যাবে। এই চড়া দাম বেশি দিন থাকবে না।’

মন্ত্রীর বক্তব্যের ১২ দিন পরেও ডিমের বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। 

ডিমের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও ডিমের শ বিক্রি হচ্ছে হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়। 

Share this news on: