বিদ্যুৎ বিপর্যয়ের রাতে ছিনতাই, আটক ২৪

রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে মঙ্গলবার (৪ অক্টোবর)। প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরেই ঢাকায় নেমে আসে অন্ধকার। আর এ সুযোগেই সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র।

খবর পেয়ে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ছিনতাইকারীকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মলম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মো. রাজন (২২), বিল্লাল হোসেন (১৯), হৃদয় হোসেন (১৯), মো. জসমত (১৫), এনামুল হক (২২), মো. রানা (২৮), মো. সুজন (২৬), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন (২৫), মো. হৃদয় (১৯), মোবারক হোসেন (১৯), মো. জনি (৩০), আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মন্ডল (৩৮), মো. সুজন (২০), মো. রিপন (৪০), আমান হোসেন (২০), শরিফ উদ্দিন (২১), মো. রনি (২০), আরিফ হোসেন(২০), মো. ইদ্রিস (২৯), নুর উদ্দিন (৫৪), মো. সোহেল (১৯), মো. আলামিন (৩২)।

Share this news on: