অন্যরকম এক বাজার বসেছে ঢাকায়, দেখুন সরাসরি..

নিরাপদ ও সহজলভ্যের সবজিসহ অন্যান্য খাবারের যোগান দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে আদাবরে চালু হয়েছে কৃষকের বাজার।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল এই কৃষকের বাজারে বিক্রি করছেন।  

শুক্রবার (০৪ নভেম্বর) রাজধানীর আদাবর ১০ নম্বর রোডে কৃষকের বাজার ঘুরে জানা যায়, নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এই বাজারটি চালু করা হয়েছে।

কৃষকের বাজারের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম বলেন, এই ওয়ার্ডের কৃষকের বাজারটি আদাবরবাসীর নিরাপদ খাদ্যের যোগান দেবে।

Share this news on: